জনৈক সাংবাদিক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ আগস্ট, ২০১৭, ০৪:৪৯:০২ বিকাল
ছেলে যখন ঢুলতে ঢুলকে ঘরে প্রবেশ করল বাবার চক্ষু চড়াকগাছ। কি হয়েছে বাবা? এভাবে ঢুলছো কেন? তুমি কি অসুস্থ্য?
- না না আব্বু আমি ঠিক আছি। একদম ঠিক। এই দেখ আর ঢুলছিনা। আমি কিন্তু কিছু খাইনি। এই দেখ হা.....
ছেলে হা করতেই উৎকট গন্ধটা এবার স্পষ্ট হলো বাবার কাছে, সে নেশা করেছে।
- ছিঃ তুমি নেশা করেছো?
- আমিতো ইয়াবা খাইনি বাবা, মদ খেয়েছি, বাংলা মদ। পয়সা ছিলনা বিয়ার হুইস্কি কেনার তাই বাংলা মদ চালিয়ে দিলাম বন্ধুরা সবাই মিলে। তুমি তোমার পত্রিকায় লিখেছো ইয়াবা খাওয়া যাবেনা, সেটা ভালোনা, ভালো হলো মদ বিয়ার হুইস্কি, তাই আমরা বন্ধুরা ঠিক করেছি ইয়াবা আর খাবোনা, মদ বিয়ার হুইস্কি খাবো।
বাবার ভাবতে কষ্ট হয় এটা তার নিজের ছেলে? একজন সাংবাদিক এর ছেলে মাঝরাতে নেশা করে ফিরবে, মান সম্মান কি আর থাকবে? সবাই বলাবলি করবে অমুক সাংবাদিক এর ছেলে নেশাখোর। নিজেকেই যেন ধিক্কার দিচ্ছে সাংবাদিক সাহেব। এই ছেলেকে নিয়ে কী করবে তিনি আর বুঝে উঠতে পারছেননা, এই ছেলেতো আর ছোট নয় যে, বকা দিয়ে ঠিক করবে, প্রাপ্তবয়স্ক ছেলে, একটু বকাঝকা দিলে আবার ঘর থেকেই বের হয়ে যাবে।
ছেলের জন্য চিন্তায় আর দিশকুল পেলেননা সাংবাদিক সাহেব। কিভাবে এই দুশ্চিন্তা দূর করা যায় ভাবতে ভাবতে মূর্ছা যাবার যোগাড়।
পরের দিন সন্ধ্যায় ঢুলতে ঢুলতে ঘরে ঢুকলেন সাংবাদিক সাহেব। স্ত্রী দৌঁড়ে আসলেন, কি হয়েছে তোমার? এভাবে ঢুলছো কেন?
- না না কিছু হয়নি, আমি একদম ঠিক আছি, এই দেখ সোজা দাঁড়িয়ে আছি, একদম নড়ছিনা, আমি কিন্তু কিছু খাইনি, এই দেখ হা.........
বিষয়: বিবিধ
৬০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন