বন্যার রাজনীতি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ আগস্ট, ২০১৭, ০১:৩৮:০০ রাত
এই বন্যা দু'দিন থাকনা
যাসনা আবার চলে
দেখ দেখনা কতো হাঙ্গামা
নেতা আসবে বলে।
নেতা ব্যস্ত ভীষণ ব্যস্ত
শহরে লেগেছে গোল
কে বা কারা খাচ্ছে বাড়া
নেতার পাতের ঝোল।
বল বলনা ভেবে বলনা
এভাবে কি আর চলে!
নেতা আসলো কেঁদে ভাসলো
প্রতিশ্রুতির ঢেউ
ত্রাণ আসবে ভূখা হাসবে
বাদ যাবেনা কেউ।
এই বন্যা দেখ দেখনা
ত্রাণ লুটে নেতার দলে।
বিষয়: বিবিধ
৫৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন