তিন তালাক

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ আগস্ট, ২০১৭, ০৩:০৮:৩৪ রাত

সে‌কি! খা‌লি হা‌তে ফি‌রে এ‌লে যে? ফ্রিজ কোথায়? তু‌মিনা বল‌লে ইয়া বড় ডিপ ফ্রিজ নি‌য়ে আস‌বে, এবা‌রের কোরবানীর পু‌রো গরুটাই সেখা‌নে রাখা যা‌বে।

সবই‌তো ঠিক ছিল, তোমার ফেবু ষ্ট্যাটাস প‌ড়েই‌তো ফি‌রে এলাম।

আ‌রে সেটা‌তো দি‌য়ে‌ছি পাব‌লি‌সি‌টির জন্য। "আমা‌দের কোরবানীর টাকাটা বন্যা দূর্গতে‌দের জন্য সাহায্য করা হ‌বে, আমারা এবার কোরবানী দি‌চ্ছিনা।" দেখ‌নি ক‌তোগু‌লো লাইক ক‌মেন্ট প‌ড়ে‌ছে? উত্তর পাড়া ডটকম থে‌কে ফোন ক‌রে‌ছে, তারা আমা‌দের সাক্ষাৎকার নি‌তে চায়, সেটা তারা ছাপা‌বে। আমা‌দের ছ‌বিও দে‌বে সা‌থে, টাকাপয়সা বেশী নে‌বেনা ব‌লে‌ছে, সবার কাছ থে‌কে একলাখ নি‌লেও আমা‌দের কাছ থে‌কে নে‌বে পঞ্চাশ হাজার।

কী পাড়া ডট কম?

উত্তর পাড়া

কখ‌নো তো শু‌নি‌নি এমন কোন নিউজ প্যাপার আ‌ছে।

কি‌যে বল, নিউজ পেপার কোথায় ‌পে‌লে? ওসব তু‌মি বুঝ‌বেনা, এগু‌লো ডি‌জিটাল কাজকারবার।

আচ্ছা বুঝলামনা, ত‌বে টাকা কেন দি‌তে হ‌বে? সেটা‌তো বুঝ‌তে হ‌বে

সে‌কি! আমা‌দের নিউজ আস‌বে, সাক্ষাৎকার ছাপা‌বে, ছ‌বি আস‌বে, টাকা দি‌তে হ‌বেনা? না হ‌লে ওরা চলবে কিভা‌বে?

আমার মনে হয় তোমার হি‌সে‌বে ভুল হ‌চ্ছে

কেন? আবার কী ভুল পে‌লে?

দেখ বন্যার ইস্যুটা এখন আর নেই, সবাই এখন ষোল‌ নি‌য়ে ব্যাস্ত। এ‌তো টাকা খরচ ক‌রে তোমার নিউজটা কেউ পড়‌বেইনা। বন্যায় ক‌তো লো‌কের প্রাণ হা‌নি হ‌লো, ক‌তো ঘরবা‌ড়ি ভে‌সে গেল, তারা কোথায় আশ্রয় পেল, কিভা‌বে বেঁচে আ‌ছে সেই খবরও নি‌চ্ছেনা, আর তোমার সাক্ষাৎকার। হা‌তি ঘোড়া গেল তল গাধা ব‌লে ক‌তো জল?

দেখ আমা‌কে গাধা ঘোড়ার সা‌থে তুলনা কর‌বেনা, ভা‌লো হ‌বেনা বল‌ছি। আ‌র ষোল এর ব্যপারটা খোলশা কর, সেটা আবার কী?

কেন, বিচারপ‌তি‌কে তিন তালাক দেবার নিউজটা পাও‌নি?

ও তেমন একটা নিউজে ফেইসবুক ভ‌রে গে‌ছে দেখলাম, সংসদ, বিচারপ‌তি কিসব কথাবার্তা, আ‌মি ঠিক বু‌ঝে উঠ‌তে পা‌রি‌নি। ত‌বে তিন তালাক এর কথা আস‌লো কেন? সেটা‌তো ভার‌তে আইন পাশ হ‌লো শুনলাম, কথায় কথায় তালাক দেবার সু‌যোগটা আর নেই, নারীবা‌দিরা অ‌নেক খুশী। তু‌মি দু‌টো খবর এক ক‌রে তাল‌গোল পা‌কি‌য়ে ফেল‌ছো।

খবর দুইটা হ‌লেও একটা জায়গায় মিল আ‌ছে, বু‌ঝি‌য়ে বল‌ছি, তার আ‌গে তু‌মি এক কাজ কর, চা নি‌য়ে এ‌সো খে‌তে খে‌তে বু‌ঝি‌য়ে ব‌লি।

....... যাক বাবা নতুন একটা ইস্যু পাওয়া গেল, সাক্ষাৎকার ছাপা‌নো আর ডিপ ফ্রিজ দু‌টো‌কেই তিন তালাক।

বিষয়: বিবিধ

৬৬৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383858
২৪ আগস্ট ২০১৭ সকাল ০৯:১১
হতভাগা লিখেছেন : ১৪ গেল , ১৫ গেল

১৬ নিয়েই সরকার হাঁপিয়ে গেল
২৪ আগস্ট ২০১৭ সকাল ১১:২০
316745
বাকপ্রবাস লিখেছেন : সরকার কলহ প্রিয়, কেউ যখন ঝগড়া করতে রাজি নেই সুতরাং নিজেরাই একটা ঝগড়া করার মওকা সৃষ্টি করল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File