ভালোবাসি ভালোবাসি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ আগস্ট, ২০১৭, ১২:২৩:১৮ দুপুর

তোমার জন্য ট্রানজিট খোলা

তোমার জন্য করিডোর

তোমার জন্য ছাচাছোলা

জনতার রায় ধ্যুরধ্যুর।

তোমার জন্য বন্যার জল বানভাসি

ভালোবাসি ভালোবাসি।।

তোমার জন্য মরুকরন

তোমার জন্য সুন্দরবন

তোমার জন্য অনুমরণ

তোমার জন্য সুন্দরমন।

তোমার জন্য বরাদ্দ সব প্রফুল্ল হাসি

ভালোবাসি ভালোবাসি।।

তোমার জন্য চড়া সূদে

নিতে রাজি পাহাড় ঋণ

তোমার জন্য গোলাবারুদে

পুড়িয়ে দেব সোনার ডিম।

তোমার জন্য শুদ্ধযাত্রায় যাবো কাশী

ভালোবাসি ভালোবাসি।।

তোমার জন্য স্বাধীনতা

তোমার জন্য পরাধীন

তোমার জন্য এই দ্বীনতা

তোমাতেই সব হয় লীন।

তোমার জন্য আত্মহনন, চরণদাসী

ভালোবাসি ভালোবাসি।।

বিষয়: বিবিধ

৫৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File