তেমন কিছু না
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ আগস্ট, ২০১৭, ০৪:৫৮:০৭ বিকাল
ইঁদুরেতে বাঁধ কেটেছে আসলো পানির বান
বানের জলে ডুবল মরে হাজার হাজার প্রাণ
চুক্তি হলো ইশ
বিনামূল্যে বিষ
খেয়ে ইঁদুর হেসে মরে, দেখি আরো আন।
বছর বছর অমৃত রস আসে বিষের ঠেলা
এক ঠেলাতে পার হয়ে যায় নির্বাচনের খেলা
ইঁদুর বলে ভাই
থাকার উপায় নাই
খালের জলে নামলো কুমির মস্ত বড় চেলা।
কুমির মশায় নিদ্রা দেবে চুক্তিনামা হলো
হা করলেই বিনা সুদে হরিণ দেবে বলো
গেল সুন্দর বন
মন্ত্রী মশায় কন
বনজঙ্গল সাফ করে দেশটা সাঁজায় চলো।
তেলেতেলে ভাসল দেশ তেলতেলে সরকার
উন্নয়নের বন্যা আসুক এমনইতো দরকার
ভাসে যদি বন্যায়
এমনকী আর অন্যায়
চাঁদের বুড়ি চরকা কাটে উন্নয়নের সর্দার।
বিষয়: বিবিধ
৬৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Flirt তো করলো সে যে হায়রে Flood নিয়ে
মন্তব্য করতে লগইন করুন