=- বন্ধুুতা -=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ আগস্ট, ২০১৭, ০১:৩১:৫৯ রাত
তেষ্টা ছিল পানি চাইলাম বন্ধু বলল সবর কর
পানির তোড়ে তলিয়ে যাবি দেখতে পাবি দু'দিন পর।
ঠাট্টা না'তো? সত্যিই তোর এমন দয়া বন্ধুতায়!
কে বলেছে প্রতিবেশী তুই'যে আমার আপন ভাই।
রাখলো জবান আসলো পানি বন্ধুর দিলের দরজা ফাঁক
পুরলো ঘরা ঢের হয়েছে আর চাইনা থাকরে থাক।
সেকি! পাগল সবে দিলাম রাখনা ধরে পানির বান
তুঁইযে বলিস ধরে রাখি করলি কতো অপমান।
ভুল হয়েছে চাইছি ক্ষমা পানির সুইচটা বন্ধ কর
এক নিমিষেই কোমর পানি বুকের মাঝে বাড়ল ডর।
বাকযে আমার রুদ্ধ হল হা করলেই পানির তোড়
বন্ধু চেচায় দিচ্ছি আরো, আর কতো চাই লাগবে তোর।
ভাসছি আমি অথৈ জলে হাত ইশারায় বললাম না
বন্ধু বুঝল কম হয়েছে এতো কমে চলবেনা।
তলিয়ে গেলাম ঢেউয়ের তোড়ে ক্ষমা করিস বন্ধু, ভাই
এমন বন্ধু পেলাম আমি সাত জনমের ভাগ্য তাই।
বিষয়: বিবিধ
৬২০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মমতাদির মমতা
মন্তব্য করতে লগইন করুন