তোমা‌কেই দে‌খি রোজ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ আগস্ট, ২০১৭, ১১:২৯:২৮ সকাল



তোমা‌কে দে‌খি সাত সকা‌লে তোমা‌কে দে‌খি রা‌তে

পু‌রো‌নো সেই স্যামসাং মোবাইল থা‌কে তোমারে হা‌তে।

তোমা‌কে দে‌খি ফেইসবু‌কে, ইমু‌তো থা‌কো মে‌তে

মোবাইলটা‌তে কী লিখ এ‌তো সময় পাওনা খে‌তে।

তোমা‌কে দে‌খি হা‌সি ঠাট্টায়, রাগ অ‌ভিমান ক্ষো‌ভে

তবুও তোমা‌কে দেখা হয়‌নি তুচ্ছ কান্ড, লো‌ভে।

তোমা‌কে দে‌খি নির্ঘূম রা‌তে, অ‌পিস যাবার প‌থে

সব‌কিছু‌তে পাশ কে‌টে যাও সা‌মিল হওনা র‌থে।

তোমা‌কে দে‌খি নি‌জের ম‌নে ভাবনা পাকাও একা

চু‌পিচু‌পি রোজ ক‌রো‌কি এখ‌নো সা‌দিয়ার সা‌থে দেখা।

তোমা‌কেই ‌দে‌খি রোজ তোমার ম‌তোই থা‌কো

পু‌রো‌নো সেই স্যামসাং মোবাইল যত্ন ক‌রেই রা‌খো।

বিষয়: বিবিধ

৫৭১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383723
০৫ আগস্ট ২০১৭ দুপুর ১২:৩৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াও অসাধারণ কবিতা...ধন্যবাদ আপনাকে।
০৫ আগস্ট ২০১৭ দুপুর ০১:২৬
316667
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও অশেষ ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File