চুক্তির হারে দিস্তা বাড়ে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ এপ্রিল, ২০১৭, ০৩:৩২:৩০ দুপুর

তিস্তা দিয়ে জল আসেনা

চুক্তি আসে ভাই

দিস্তা ভরে যায়।

চুক্তির ভারে ঘুম আসেনা

স্বস্তি গেল ধায়

ইলিশ চলে যায়।

স্বস্তি কেবল ডেকান স্যুইটে

বস্তিতে আর নাই

করি হায় হায়!

বিষয়: বিবিধ

৭৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382585
০৮ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৭:২৫
হতভাগা লিখেছেন : বন্ধুত্বতা হচ্ছে বহতা নদীর মত ।

অথচ ভারতের ভেতর দিয়ে যে সব নদী বাংলাদেশে ঢুকেছে সেগুলোর সবক'টিতে বাঁধ দিয়ে সেই সব নদীগুলোকে বন্ধা করে দিয়েছে ভারত।

তাহলে বন্ধুত্ব বহে কিভাবে?
382586
০৮ এপ্রিল ২০১৭ রাত ০৮:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব কিছুই খায়!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File