২৬শে জানুয়ারী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জানুয়ারি, ২০১৭, ১০:৩৮:৩৫ সকাল
আজকে আমার
হাত কাঁপেনি
বুক কাঁপেনি
জল আসেনি জল
আজকে আবার
পাহাড় নদী
সম্মুখ যদি
জয়ের মনোবল।
দশটা বছর কোথায় গেল কিসের মোহে হায়!
ঠিক জানিনা কাটিয়ে দিলাম হিসেব মেলা দায়।
আজকে আমার
চাকরী ছেড়ে
ধূলো ঝেড়ে
স্বপ্ন দেখার দিন
আজকে আবার
ক্ষণে ক্ষণে
পড়ছে মনে
বিষন্নতায় মলিন।
কতটা সময় যাচ্ছে কোথায় হিসেব কি আর আছে!
এই দিনেইতো ভোরের বেলা "মা" গেছে খোদার কাছে।
বিষয়: বিবিধ
৯৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন