পাখির দেশ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ০২:০৩:৪৩ দুপুর

চড়ুই বলে শুনরে টিয়া

ময়নার নাকি কাল বিয়া?

গাইবে দোয়েল, টুনটুনি

নাচবে ময়ূর তাই শুনি।

গাইতে চাইছে পাড়ার কাক

বলল শ্যামা এবার থাক

জানি তবে কণ্ঠ ভালো

রং যদিও ধূসর কালো।

হাসছে কুকিল চুপ করে

বসন্ত আসে তার স্বরে

কণ্ঠে যদি থাকে সুর

হারায় কালো অচিনপুর।

পাখপাখালির কলরবে

একেএকে আসল সবে

কী আনন্দ নাইতো শেষ

বাংলা মানে পাখির দেশ।

বিষয়: বিবিধ

১০১৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377995
২৭ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শকুন বাদ পড়েছে। বাংলার আকাশে এখন শকুন এর উপদ্রব বেশি।
২৭ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪২
313302
বাকপ্রবাস লিখেছেন : ডরে লিখিনাই যদি হানা দেয়
378029
২৮ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:০৯
রাশেদ বিন জাফর লিখেছেন : ধন্যবাদ
২৮ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:১৪
313332
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File