ফন্দি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০১:১০:৩৭ দুপুর
মাথা যখন চুলকাই
সাদিয়ার গালে টোল খায়।
ভাবে নতুন ফন্দি
পত্রিকায় মন দি।
দোলাচ্ছিলাম পা
না চাইতেই চা।
মুচকি মুচকি হাসে
ঘুরছে আশেপাশে।
চুলকাই এবার হাত
বলল ধ্যুর ধ্যাত।
পাচ্ছেনা সে খুঁজে
ফন্দি আছে গুজে।
বিষয়: বিবিধ
৮১৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন