- ফেইক আইডি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৩৪:৫৩ সন্ধ্যা
রাসেলের প্রেম হয় সুমনার সাথে
ফেইসবুকে পরিচয় কোন এক রাতে।
রাতদিন ঝগড়া আর খুনসুটি
মানিয়েছে বেশ ভালো সেই প্রেমঝুটি।
দেখাটাযে হলোনা হবে হবে করে
দিনতারিখ ঠিক করে শুয়ে কাটায় ঘরে।
ইনবক্স চ্যাট হয় ভিডিওকল মানা
তার আগে দু'জনের হোক চেনাজানা।
অবশেষে ঠিক হলো দেখা করা যায়
কথা আর কাজে ঠিক মিল থাকা চাই।
দেখাটাও অবশেষে হলো দু'জনার
আইডিটা ফেইক ছিল আর জেন্ডার।
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন