- এই বেশ বদলে গেছি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৪৩:২২ রাত

না মনে পড়েনা তোমাকে আর

সেই কবে পড়েছিল মনে শেষবার।

এই আমি ভাবতে চাইনি কিছুই তোমাকে ছাড়া

এই আমি বুঝতে চাইনি কিছুই তোমাকে ছাড়া।

এই আমি দেখিনি পথ আর তোমাকে ছাড়া

এই আমি তোমাকে ভেবে হতে চেয়েছি ছন্নছাড়া।

না, এখন আর সেই অনুভুতি নাড়া দেয়না আর

সেই কবে পড়েছিল মনে শেষবার।

তোমাকেই ভেবেভেবে রাতের ঘুুম

কাকভোর সকালেও শরীরে, তোমার ওম।

সকাল-সন্ধ্যা, দুপুর-বিকেল একাকার

তোমাকে ছাড়া ভাবা হয়নি কিছুই আর।

সেই তুমি নেই তুমি চেতনাহীন মন আমার

সেই কবে পড়েছিল মনে শেষবার।

কী অদ্ভূত ভালোবাসা কাছে টানে

কী অদ্ভূত ভালোবাসার অন্য মানে।

বিরহের দিনগুলো ভেবে হাসি পায় খুব

এখন আর নষ্টালজিয়ায় দেয়া হয়না ডুব।

সেই তুমি আছো কেমন? ভাবা হয়না আর

সেই কবে পড়েছিল মনে শেষবার।

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377590
১৬ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৭:৫৯
হতভাগা লিখেছেন : ঠিকই তো তাকে নিয়ে লিখলেন কবিতা

বোঝাই গেছে মনের গহীনে আছে আজও ক্ষতটা
১৬ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:২০
312958
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Tongue Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File