শুভ জন্মদিন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৪৭:৩৫ রাত



তোকে আমি

বাসিনা ভালো মোটে

স্বস্তা জামাজুতো যতো

তোর কপালেই জুটে।

সবার বাবা অপিষ শেষে

ফিরে আসে ঘরে

তোর বাবাটা আসেনাতো

আসবো আসবো করে।

তোর বাবাটা

মিথ্যে কথা বলে

রাখেনা খবর কেমন করে

ঘরসংসার চলে।

এক আকাশ দুঃখযে তোর

অভিমান আছে আরো

ক্ষোভটাও বাড়ছে দিনে

বিদেশ এবার ছাড়ো।

মানঅভিমান থাকনা আজ

হবে অন্যদিন

আজ তেরই সেপ্টেম্বর

শুভ জন্মদিন।

বি.দ্র. লিখে রেখেছিলাম দুইএকদিন আগে, জন্মদিন নিয়ে তেমন মাথাব্যথা নাই তাই পোষ্ট করতেই ভুলে যাওয়া, আজকে ছেড়ে দিলাম।

বিষয়: বিবিধ

৮৩২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377566
১৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৩৬
হতভাগা লিখেছেন : http://www.somewhereinblog.net/blog/sadhabib/30157392

আমার মনে হয় বিডির চাইতে সামুতে আপনি বেশী ফেমাস

আপনজনেরা মিস করতেছে মনে হয় , আপনিও করতেছেন । দেশে চলে আসেন ।
১৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:৩৩
312943
বাকপ্রবাস লিখেছেন : বিডি ব্লগে ঢুকতে নানানজনে নানান ঝামেলায় পড়ে তায় অনেকে আর আসেনা। অনেক ধন্যবাদ প্রিয়ভাজেনেষু।
377705
১৯ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:৪৯
আফরা লিখেছেন : মেয়েটা বড় হয়ে যাচ্ছে ভাইয়া । আল্লাহ তাকে বড় হওয়ার সাথে সাথে বড় গ্যান-বুদ্ধি ও দান করুন । আমীন ।
১৯ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:৩০
313043
বাকপ্রবাস লিখেছেন : আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File