শুভ জন্মদিন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৪৭:৩৫ রাত

তোকে আমি
বাসিনা ভালো মোটে
স্বস্তা জামাজুতো যতো
তোর কপালেই জুটে।
সবার বাবা অপিষ শেষে
ফিরে আসে ঘরে
তোর বাবাটা আসেনাতো
আসবো আসবো করে।
তোর বাবাটা
মিথ্যে কথা বলে
রাখেনা খবর কেমন করে
ঘরসংসার চলে।
এক আকাশ দুঃখযে তোর
অভিমান আছে আরো
ক্ষোভটাও বাড়ছে দিনে
বিদেশ এবার ছাড়ো।
মানঅভিমান থাকনা আজ
হবে অন্যদিন
আজ তেরই সেপ্টেম্বর
শুভ জন্মদিন।
বি.দ্র. লিখে রেখেছিলাম দুইএকদিন আগে, জন্মদিন নিয়ে তেমন মাথাব্যথা নাই তাই পোষ্ট করতেই ভুলে যাওয়া, আজকে ছেড়ে দিলাম।
বিষয়: বিবিধ
৮৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আমার মনে হয় বিডির চাইতে সামুতে আপনি বেশী ফেমাস
আপনজনেরা মিস করতেছে মনে হয় , আপনিও করতেছেন । দেশে চলে আসেন ।
মন্তব্য করতে লগইন করুন