সুমন তুমি দীর্ঘজীবি হও
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৪২:০৭ সকাল
সুমনের বয়েস বাড়ে আমার শঙ্কা বাড়ে
গাইবে কী জীবনের গান
জাচ্ছে কমে গলার জোর, যাচ্ছে ভেঙ্গে গানের সুর
চেষ্টার তবু নাই অবসান।
সুমন তুমি থেমোনা টানুক নিন্দুকে নেমোনা
গেয়ে যাও আরো আরো
আমাদের ক্লান্তি নাই, আরো আরো শুনতে চাই
যতো আরো দিতে পারো।
সুমনের নাই জাত, নাম্বার ওয়ান বজ্জাত
এই হিন্দু এই মুসলমান
সুমনের ধর্ম বোঝাদায় মর্ম, ছুড়ে দেয় বর্ম
নিপিড়িতের গান।
febu
বিষয়: বিবিধ
৮৭৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
@বাকপ্রবাস - ঠিকই বলেছেন!
আমার শেষ দু'টি লাইন হলো,
সুমনের ধর্ম বোঝাদায় মর্ম, ছুড়ে দেয় বর্ম
নিপিড়িতের গান।
তার সাহিত্য বা গান বলে দেয় নিপিড়ীত জনতায় তার ধর্ম। ব্যাক্তি সুমন নে নিজেই হয়তো জানেনা তার ধর্ম।
মন্তব্য করতে লগইন করুন