সুমন তুমি দীর্ঘজীবি হও

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৪২:০৭ সকাল



সুমনের বয়েস বাড়ে আমার শঙ্কা বাড়ে

গাইবে কী জীবনের গান

জাচ্ছে কমে গলার জোর, যাচ্ছে ভেঙ্গে গানের সুর

চেষ্টার তবু নাই অবসান।

সুমন তুমি থেমোনা টানুক নিন্দুকে নেমোনা

গেয়ে যাও আরো আরো

আমাদের ক্লান্তি নাই, আরো আরো শুনতে চাই

যতো আরো দিতে পারো।

সুমনের নাই জাত, নাম্বার ওয়ান বজ্জাত

এই হিন্দু এই মুসলমান

সুমনের ধর্ম বোঝাদায় মর্ম, ছুড়ে দেয় বর্ম

নিপিড়িতের গান।

febu

বিষয়: বিবিধ

৮৭৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377543
১৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৮:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কারো মন লইয়া টানাটানি দিছেন কেন বুঝলাম না!!! তয় উনি নাকি আজকাল মাথায় কিশতি টুপি লাগাইছেন। আবার মনে হয় নির্বাচনে অংশ নিবেন।
১৪ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:৪৬
312919
বাকপ্রবাস লিখেছেন : ওনার অনেক সমস্যা, নামকাওয়াস্তে মুসলমান হইছে, জীবনচারন ইতিহাসও সুবিধার না, কয়টা বিয়া করছে তাও জানিনা, সেইদিন দেখলাম আগের একটা বউ এবং কন্যা, বিদেশী বউ। এতোকিছুু পরও ওনার ব্যাক্তিগত জীবন বাদ দিতে পারলে, সুমনকে আমি দেখেছি বাংলাদেশের জন্য ওনার একটা আন্তরিক টান কাজ করে, আর গানের বিশ্লেষক, সংস্কৃতি ও সাহিত্যের জীবন্ত রেলগাড়ী। সেই সূত্রে তাকে আমি পছন্দ করি। জীবনমুখি গান বলতে এখন আমরা যা শুনি বা সাহিত্যে যে একটা সংযোজন সেটা সুমনকে দিয়ে শুরু বলা যায়। বর্তমান যুগে তার মতো প্রাজ্ঞ গানের জগতে খুব কমই আছে বাংলা ভাষায়। সে একটা জিনিয়াস বিশেষ করে গানের জন্য।
১৪ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:৫৩
312924
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

@বাকপ্রবাস - ঠিকই বলেছেন!
১৫ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:৫৪
312944
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনি আদেী ধর্মে বিশ্বাস করেন বলে মনে হয়না! তবে নাস্তিক নন সম্ভবত। তৃনমুল কংগ্রেস এর হয়ে লোকসভা সদস্য ছিলেন। মাঝখানে মমতা বন্দোপাধ্যায় এর সাথে বিরোধ হয়। সিঙ্গুর আন্দোলনে উনার বিশেষ ভুমিকা ছিল। আজকেই ভারতিয় নিউজে দেখলাম সিঙ্গুরে উনি মমতার সাথে ছিলেন। মাথায় টুপি!!
১৫ সেপ্টেম্বর ২০১৬ রাত ১০:৫৪
312952
বাকপ্রবাস লিখেছেন : আমার ধারণা উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সাবিনাকে বিয়ে করার জন্য, তবে হিন্দু ধর্মের প্রতি ওনার বিশ্বাস নেই সেটা বুঝা যায় ত্যাগের মাধ্যমে। উনি ধর্ম বিশ্বাসি বলে মনে হয়না, হলেও মনেমনে তার কোন ছাপ নেই জীবনে। আগামীকাল খ্রীষ্টান বিয়ে করার জন্য যদি আবার ধর্ম বদলান আমি অবাক হবোনা।

আমার শেষ দু'টি লাইন হলো,

সুমনের ধর্ম বোঝাদায় মর্ম, ছুড়ে দেয় বর্ম

নিপিড়িতের গান।

তার সাহিত্য বা গান বলে দেয় নিপিড়ীত জনতায় তার ধর্ম। ব্যাক্তি সুমন নে নিজেই হয়তো জানেনা তার ধর্ম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File