ইচ্ছে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:২৯:০৫ রাত
ইচ্ছে করে তোকে নিয়ে যাই চলে
যাবি নাকি? যাবি চল
অতল তলে।
চল যাই দূর, আরো দূর, আরো দূর
যেখানে নেই বাঁধার প্রাচীর
সেই অচিনপুর।
যাবি নাকি? চল যাই চল
নাই যেখানে রীতি নীতির
নিত্য কোলাহল।
ইচ্ছেসব তোকে নিয়ে, আর করে ভয়
মাঝপথে কাটে মোহ
না, হবার নয়।
বিষয়: বিবিধ
৮৩৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন