এই গরুটা দেশী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:২৮:০৫ দুপুর
এই গরুটা লাল
এইটা আবার কালো
দেখতে গোলগাল
লাগছে কতো ভালো।
এইটা আমার চাই
দামটাযে ভাই বেশী
কি'যে বলুন ভাই
দু'টোই বাংলাদেশী।
ওপার হতে আসে
কিনছে যারা বোকা
সকাল বিকেল কাশে
খাচ্ছে দেখুন ধোকা।
এই গরুটা নিন
দামটা হোক বেশী
দেখুন ঈদের দিন
কেমন মাংসপেশী।
খোকাখুকু কাঁদে
এই গরুটা চাই
পড়ল চাচা ফাঁদে
উপায়যে আর নাই।
এই গরুটা দিয়ে
হবে কোরবানী
যাচ্ছে চাচা নিয়ে
হোকনা খুব দামী।
খোকাখুকু হাসে
এই গরুটা আমার
কাঁচা সবুজ ঘাসে
দিচ্ছে এনে খাবার।
বিষয়: বিবিধ
৯২০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুনতে আছি আসছে নাকি বেলজিয়ান ব্লু
আপনার কাছে এই ব্যাপারে আছে কি কোন ক্লু ?
এই গরুতে গোস্ত নাকি হয় ২০ মণ
প্রসেস করতে না জানি লাগে কতক্ষণ
কাছে গিয়ে ধাওয়া খেয়ে হারাইলাম হুস
মারে গুতা ফালও
মন্তব্য করতে লগইন করুন