ফিরে দেখা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:২৭:২৯ দুপুর
কতো কী মনে পড়ে কতোশতো ঘটনা
সাবিহার চাল-চলন মালিহার মতোনা
তবু ছিল মিলটা, রেখে দিত দিলটা
ঘুরেঘুরে কতজনে ছড়াতো যে রটনা।
না, আমি চাইনি, ঘেটে ঘোল খাইনি
আড়ালে লুকে মুখ ফিরে কভূ চাইনি
তবুও পথে রোজ, কি যেন করি খোঁজ
দেখা যদি হয়ে যেতো ক্ষতি কিছু হতোনা।
একদিন রিকশায় হুক তোলে কে যায়?
চেনাচেনা লাগে তবু অচেনা রয়ে যায়
সাবিহার মতো চোখ, মালিহার মতো মুখ
আগে রোজ ভাবতাম এখন ঠিক ততোনা।
বিষয়: বিবিধ
৬৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আগে রোজ ভাবতাম এখন ঠিক ততোনা।
এখন আর মোটেও না!
মন্তব্য করতে লগইন করুন