=-=-=-=- স্বপ্ন -=-=-=-=

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ আগস্ট, ২০১৬, ০১:০৪:৫৭ দুপুর

স্বপ্নগুলো হয়না পুরণ যায়না মরে তবু

একটা গেলে একটা ধরি হাল ছাড়িনা কভূ।

স্বপ্ন দেখি হাজার রঙ্গের নয়তো কেবল একার

স্বপ্ন দেখি হাল ছেড়ে আর ঘুরবেনা কেউ বেকার।

এপার ওপার ব্রীজটা হলে কৃষক পেতো দামটা

এখন যেমন মধ্যস্বত্বে যায়যে চুরি ঘামটা।

স্বপ্ন দেখি সখিনার বাপ যাবেনা ঘর ছেড়ে

আসুক অভাব মান অভিমান থেকে যাবেন ঝেড়ে।

স্বপ্ন দেখি রাজধানীতে নিত্য নতুন গাড়ী

জ্যাম লেগে থাক রাস্তা জুড়ে সকাল সন্ধ্যা ছাড়ি।

গ্রামে কারো চোখ পড়েনা সবাই শহর মুখি

উন্নয়নের সূচক বাড়ে, বাড়ে গরীব দুঃখী।

স্বপ্ন আমার দু'বেলা ভাত জুটুক ঘরে ঘরে

হাভাতিরা তাতেই খুশি জুটলে খাবার পরে।

বিষয়: বিবিধ

৭৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376928
২৯ আগস্ট ২০১৬ দুপুর ০২:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুঃসপ্ন!
২৯ আগস্ট ২০১৬ দুপুর ০৩:৩১
312471
বাকপ্রবাস লিখেছেন : স্বপ্নে থাকা ভালো, বাস্তবে আসলে আওয়ামী শাসন ফেইস করা লাগে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File