চুপকথা - ২

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ আগস্ট, ২০১৬, ১২:২১:০৪ দুপুর

কইলে কথা লোডশেডিং চুপ থাকাটাই ভালো

কে'বা চায় বিদ্যুৎ ছেড়ে হারিকেনের আলো।

কয়লা ধূইলেও ময়লা যায়না রাখুন সেই যুক্তি

কয়লার ধোঁয়ায় "ফেসিয়াল মাস্ক" নতুন প্রযুক্তি।

ফারাক্কার বাঁধ খুলে দিল পাশের দেশের দাদা

পানি নাই ক্ষরায় মরি বলে কোন সে হারামজাদা!

ঢের হয়েছে ঢের সয়েছি আর সইবনা আর

কইলে কথা ধোলাই হবে আর হবেনা ছাড়।

বিষয়: বিবিধ

১০৬৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376892
২৮ আগস্ট ২০১৬ দুপুর ১২:৪৬
হতভাগা লিখেছেন :





কয়লার ধোঁয়ায় "ফেসিয়াল মাস্ক" নতুন প্রযুক্তি।

হাসুবুর কথার উপর আছে কি কোন যুক্তি ?
২৮ আগস্ট ২০১৬ দুপুর ০১:০০
312456
বাকপ্রবাস লিখেছেন : হও ফর্সা লাগাও কয়লা দুই গালে
বিনে পয়সায় পাবেন ভাই রামপালে
২৮ আগস্ট ২০১৬ দুপুর ০২:০৮
312458
হতভাগা লিখেছেন : রামপালের কয়লার ধোঁয়া করবে মুখ পরিষ্কার

হাসুবুর আমলে এ এক অনবদ্য আবিষ্কার
২৯ আগস্ট ২০১৬ রাত ১২:৫২
312460
আসমানি লিখেছেন : হাসুদির এই আবিস্কারে বিজ্ঞানীরা হাসে।
ক্রীম কোম্পানিগুলো চোখের জলে ভাসে।।
২৯ আগস্ট ২০১৬ সকাল ০৮:৩৮
312467
হতভাগা লিখেছেন : হাসুবুর দেশপ্রেম আছে প্রশ্নাতীত

গত পরশুর সন্মলনে সবাই প্রভাবিত

বঙ্বন্ধু কন্যা উনি চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ

দেশের জন্য জান বাজি তার নেই যে কোন স্বার্থ

২৯ আগস্ট ২০১৬ সকাল ১১:২৮
312469
বাকপ্রবাস লিখেছেন : এমন হাসু থাকতে যপে কেবল খালেদা
তাদের ধরে বাছাই করে করতে হবে আলাদা
একটা একটা ধরে ধরে ঢালতে হবে ঘোল
বুঝবে তবে কেমন মজা খালেদা মশগুল
২৯ আগস্ট ২০১৬ দুপুর ০২:৪৯
312470
হতভাগা লিখেছেন : রামপালের ইস্যু এখন চলে যাবে অতলে

কেরির সাথে খালেদার বৈঠক হচ্ছে বিকেলে

বুজানের সাথে এখন বৈঠক হচ্ছে জানে সকলে

আল্লাহই জানেন কি আছে ভাই আমাদের কপালে
২৯ আগস্ট ২০১৬ দুপুর ০৩:৩৪
312472
বাকপ্রবাস লিখেছেন : কপালে যা লিখা হবে ঠিক তায়
যদিনা আমরা নিজেরা না বদলাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File