যুগ আধুনিক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ আগস্ট, ২০১৬, ০৬:২১:৫১ সন্ধ্যা
নিত্য নতুন আবিষ্কারে তাক লাগানো যুগে
তবুও কেউ অনাহারে অপুষ্টিতে ভোগে।
যাচ্ছে মানব গ্রহে গ্রহে, পাহাড়, সাগর তলে
যাচ্ছেনাতো হানাহানি মারছে দলে দলে।
গাইছি যতো দরাজ সুরে মানবতার গানে
তারচে বেশী মারছি আরো ধর্ম, জাতের টানে।
বলছি মুখে নেইতো বিভেদ সাদা কালোয় সমান
রাখছিনা তার কানাকড়ি এটম বোমই প্রমাণ।
কথায় কাজে গোঁজামিল তবু যুগটা আধুনিক
অস্ত্রখাতে বাড়ছে বাজেট ভাবছিনা তবু ধীক।
আত্মসুখেই জগৎ সুখী আগ্রাসী এই রোগটা
এমনই এক মহামারী চলছে বয়ে যুগটা।
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাচ্ছেনাতো হানাহানি মারছে দলে দলে। অসংখ্য ধন্যবাদ
যাচ্ছেনাতো হানাহানি মারছে দলে দলে। [/q
০ একটু যদি বুঝিয়ে বলতেন ভাইটি
বুঝি নাই কিছু বোল্ড করা কথাটি
মন্তব্য করতে লগইন করুন