=-=-=-=- বৃষ্টি -=-=-=-=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ আগস্ট, ২০১৬, ০২:৫১:৪২ দুপুর
টিপ টুপ টাপটাপ টিপ টুপ টাপ
দিনভর বৃষ্টির সূরযে বাজে
মন চুপ চাপচাপ মন চুপ চাপ
কতো রং দিয়ে সে সাজে।
মেঘ গুড় গুড়গুড় মেঘ গুড় গুড়
থেকে থেকে বিজলি ডাকে
হুড় মুড় মুড়মুড় হুড় মুড় মুড়
স্মৃতির দল আসে যে ঝাঁকে।
শন শন শনশন শন শন শন
উথাল মন বেঁধে রাখা দায়
মন মন হল উচাটন
যায় যায় মন চায় যায় অজানায়।
বিষয়: বিবিধ
৯৭২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন চুপ চাপচাপ মন চুপ চাপ
কতো রং দিয়ে সে সাজে। অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন