=-=-=- মা -=-=-=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ আগস্ট, ২০১৬, ০২:১৭:০৬ দুপুর
ভাবছে সবাই যে যার মতো
ভাবনার কী আর শেষ আছে?
ভাবনার নেই দোর-জানালা
না কী তার দেশ আছে।
ভাবছে মানুষ নিজের মতো
ভাবতে পারে কী গাছে?
জনম জনম ঠাঁই দাঁড়িয়ে
ভাবনারই বা কী আছে!
পাখীর ভাবনা পাখনা নিয়ে
জলের ভাবনায় মাছ আছে
ভাবছে শিশু মায়ের কোলে
তার ভাবনায় 'মা' আছে।
সব মায়েরই ভাবনা সমান
পশুপাখী গাছপালার
মায়ের কাছে সন্তান ছাড়া
এমন দামী নাইযে আর।
-------------------------------------------------------------
বি.দ্র. ব্লগে কমেন্ট এবং নিজের পোষ্ট এ কমেন্ট ইর উত্তর দেয়া যাচ্ছেনা কিছুদিন যাবৎ। কমেন্ট বক্স এ লেখার পর আর পোষ্ট হয়না কেন জানি।
বিষয়: বিবিধ
৭৭২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন