- মশা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ আগস্ট, ২০১৬, ০৯:৩৩:১০ রাত
আমি যখন পড়তে বসি
মশাগুলোর হিংসে হয়
কানের কাছে ভোঁ ভোঁ
যেন না করলে নয়।
হাতে পায়ে কামড়ে দেবে
মারতে গেলে যায় ওড়ে
কয়েলে আর কাজ হয়না
নাচতে থাকে ঘর জুড়ে।
ওদেরতো নাই লেখাপড়া
শিক্ষাদীক্ষার খুব অভাব
আমার মতো স্কুল গেলে
পড়তো কিছু তার প্রভাব।
কামড়ে দিল গালে আমার
কি'যে ব্যথা উহ্ আহ্
ধুত্তারি ছাই আজকে আর
পড়ালেখা করছিনাহ্।
বিষয়: বিবিধ
৮৩২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন