চুরুট -২
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ আগস্ট, ২০১৬, ০৬:০৩:৫৩ সন্ধ্যা
আমার বাবা চুরুট খায়না
খেতো কোন এক সময়
চুরুট ছাড়া দিন যায়না
এমনই ছিল তার প্রণয়।
ভয় ছিলনা মরে যাবার
হয় যদি তার ক্যনসার
নেইকি আর অন্য খাবার
দাদায় বকে ছাড় এবার।
ঠিকই বাবা ছাড়লেন তবে
কারণটাযে এই আমি
বল বাবা এই ভবে
কোন বিষয়টা খুব দামি।
বলল বাবা, তুইযে আমার
বাবার চাইতে পাও আদর
তোকে ছাড়া খাইনা খাবার
কাঁধে চড়ে হও বাঁদর।
কেমন বাবা বল তুমি
চুরুট টানো নাই শরম
দিলাম বাবার গাল চুমি
দিল যদি তার হয় নরম।
সেইযে তবে ছাড়লেন বাবা
চুরুট নামের মরণ বিষ
দাদায় বলেন মারহাবা
নাতিন আমার সেলুট নিস।
বিষয়: বিবিধ
৮৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন