আজকে হঠাৎ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ আগস্ট, ২০১৬, ০৭:০৩:০৯ সন্ধ্যা



আজকে ভীষণ লাগছে ভালো

কেন জানি হঠাৎ

মনের মাঝে জাগছে আলো

বাড়ছে আধাঁর তফাত।

আজকে আমার মন উচাটন

হাসছি থেমে থেমে

রঙধনুটার রংগুলো আজ

আসছে যেন নেমে।

রঙ্গের মাঝে ভাসছি আমি

দিচ্ছি আবার ডুব

আজকে আমার কি'যে হলো

যায়না থাক চুপ।

বিষয়: বিবিধ

৯৮১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376325
১৫ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:৫৩
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ আগস্ট ২০১৬ রাত ১১:২১
312207
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন খুব করে
376329
১৫ আগস্ট ২০১৬ রাত ০৯:১২
কাব্যগাথা লিখেছেন : জাতির পিতা তার পরিবারসহ নিহত,
দেশবাসী সাংবিধানিক ভাবে শোকাহত |
আপনি তার মাঝে ভালো লাগে বলছেন,
আপনাকে নিয়ে শংকিত,ভাই ভালো থাকবেন |
২১ আগস্ট ২০১৬ রাত ১১:২১
312208
বাকপ্রবাস লিখেছেন : কাউরে কয়েন্না
376340
১৬ আগস্ট ২০১৬ সকাল ০৮:২৬
কুয়েত থেকে লিখেছেন : مرحبا بكم بارك الله فيك وجزاك الله خيرا وشكرا لك রঙ্গের মাঝে ভাসছি আমি দিচ্ছি আবার ডুব আজকে আমার কি'যে হলো যায়না থাক চুপ ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ আগস্ট ২০১৬ রাত ১১:২২
312209
বাকপ্রবাস লিখেছেন : এক হাজার টাকার প্রাইজবন্ড পেলামSmug
২১ আগস্ট ২০১৬ রাত ১১:২২
312210
বাকপ্রবাস লিখেছেন : তবে অন্য একটা প্রতিযোগিতায়
২২ আগস্ট ২০১৬ বিকাল ০৪:৪৩
312257
কুয়েত থেকে লিখেছেন : এই এক হাজার টাকার প্রাইজবন্ড কাতারে কি করে আসলোরে ভাই..?Good Luck Good Luck
২৮ আগস্ট ২০১৬ দুপুর ০১:১৮
312457
বাকপ্রবাস লিখেছেন : কাতারে আসেনায়, দেশে এক বড় ভাইকে দিয়ে কালেকশান করিয়েছি, এখনো ওনার কাছে আছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File