আজকে হঠাৎ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ আগস্ট, ২০১৬, ০৭:০৩:০৯ সন্ধ্যা
আজকে ভীষণ লাগছে ভালো
কেন জানি হঠাৎ
মনের মাঝে জাগছে আলো
বাড়ছে আধাঁর তফাত।
আজকে আমার মন উচাটন
হাসছি থেমে থেমে
রঙধনুটার রংগুলো আজ
আসছে যেন নেমে।
রঙ্গের মাঝে ভাসছি আমি
দিচ্ছি আবার ডুব
আজকে আমার কি'যে হলো
যায়না থাক চুপ।
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশবাসী সাংবিধানিক ভাবে শোকাহত |
আপনি তার মাঝে ভালো লাগে বলছেন,
আপনাকে নিয়ে শংকিত,ভাই ভালো থাকবেন |
মন্তব্য করতে লগইন করুন