----- পণ -----
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ আগস্ট, ২০১৬, ০২:২৭:৪৪ দুপুর
লোক দেখানো হাসিটা যতোই হাসো হা করে
বুঝবে সবে হাসছে লোক চালাকিটা ঠিক ধরে।
নিজকে নিজ চতুর ভেবে মনেমনে মনকলা
যতই মিছে ভান করো কাজ হবেনা সেই ছলা।
তারচে বরং সত্য বল মিথ্যা সব দাও ছুড়ে
বলবে সবে ভালো আর বাসবে ভালো মন জুড়ে।
আজকে থেকেই যাক তবে মিথ্যা বলার এই স্বভাব
দেখবে সব লাগছে ভালো সত্য বলার এই প্রভাব।
বিষয়: বিবিধ
৯১৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন