- গ্যাসামাল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ আগস্ট, ২০১৬, ০১:০৯:৪৮ দুপুর
গ্যাসের চুলায় ভাত হবেনা
আর হবেনা তরকারী
মন্ত্রী মশায় খুব চটেছেন
গ্যাসটাযে ভাই দরকারী।
ভাতে মরুন পানিতে মরুন
গ্যাস তবুও মজুত চাই
পাশের দেশে শিল্প হবে
ভাগটা যদি একটু পায়।
গ্যাসের চুক্তি দেখতে কেমন
গ্যাস উত্তোলন কোম্পানী
সব পয়সা যায় তার পকেটে
আমরা কি তা কম জানি?
মন্ত্রী মশায় ভাগ পায়নি তায়
আবুল তাবুল বকছে বেশ
এইতো আমার সোনার বাংলা
লুটপাটেরই বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৯৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন