- ভেজাল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ আগস্ট, ২০১৬, ০২:১৬:২২ দুপুর



কিট কুটকুট বিস্কুট

কেমন মজা খেতে?

খুব মজাদার ধাড়ি ইঁদুর

বলল যেতে যেতে।

ওমা সেকি! ঘুরছে কেন

ঘরবাড়ি ছাদ

বিষ্কুটে যে বিষ ছিল

বুঝনিতো ফাঁদ।

হাসতে হাসতে বলল ইঁদুর

সবকিছুতে ভেজাল

আজকে না'হয় ঘুরছে মাথা

ঘুরবেনা আর কাল।

কিট কুটকুট বিস্কুট

কাজ হয়না আর বিষে

ভেজালটাকেই সবার আগে

মারতে হবে পিষে।

বিষয়: বিবিধ

৮০১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376207
১৩ আগস্ট ২০১৬ বিকাল ০৫:২১
কুয়েত থেকে লিখেছেন : উমা সেকি! ঘুরছে কেন ঘরবাড়ি ছাদ বিষ্কুটে যে বিষ ছিল বুঝনিতো ফাঁদ। ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
২১ আগস্ট ২০১৬ রাত ১১:২৯
312217
বাকপ্রবাস লিখেছেন : দুনিয়াটাই ঘুরছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File