- সুন্দর মন চায় সুন্দরবন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ জুলাই, ২০১৬, ১২:৫৬:০১ দুপুর
সুন্দর মন চায় সুন্দরবন
সুন্দর বনের খুব প্রয়োজন।
রামপালের বিদ্যুতে কোথায় আলো!
চারিদিকে অন্ধকার দেখছি কালো।
রামপাল চাইনা, সুন্দরবন
সুন্দরবন রক্ষার হোক আয়োজন।
বনজ ধ্বংসে যারা গাইছো ভালো
মনের কালিমা মুছে প্রদিপ জ্বালো।
সুন্দর মন হোক সুন্দরবন
সুন্দর বনের খুব প্রয়োজন।
দৃষ্টিবোধ কেড়ে নেয় যে আলো
সে আলো চাইনা, এমন ভালো।
বিষয়: বিবিধ
১১৬৮ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন