- সুন্দর মন চায় সুন্দরবন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ জুলাই, ২০১৬, ১২:৫৬:০১ দুপুর

সুন্দর মন চায় সুন্দরবন

সুন্দর বনের খুব প্রয়োজন।

রামপালের বিদ্যুতে কোথায় আলো!

চারিদিকে অন্ধকার দেখছি কালো।

রামপাল চাইনা, সুন্দরবন

সুন্দরবন রক্ষার হোক আয়োজন।

বনজ ধ্বংসে যারা গাইছো ভালো

মনের কালিমা মুছে প্রদিপ জ্বালো।

সুন্দর মন হোক সুন্দরবন

সুন্দর বনের খুব প্রয়োজন।

দৃষ্টিবোধ কেড়ে নেয় যে আলো

সে আলো চাইনা, এমন ভালো।

বিষয়: বিবিধ

১১০৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375624
৩১ জুলাই ২০১৬ দুপুর ১২:৫৮
কুয়েত থেকে লিখেছেন : চারিদিকে অন্ধকার দেখছি কালো। রামপাল চাইনা ভালো লাগলো অনেক ধন্যবাদ সুন্দরবন রক্ষার হোক আয়োজন।
375659
৩১ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মন দিয়া কি পানি খামু!! টন টন কয়লা পুরিয়ে উন্নয়ন দরকার!!!
375667
৩১ জুলাই ২০১৬ রাত ১১:২৭
নাবিক লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File