- রামপাল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ জুলাই, ২০১৬, ০৬:০৬:২৯ সন্ধ্যা
বনে যাদের বসবাস তারা কিছু বলেনা
উন্নতির জোয়ারে কারো কারো চলেনা।
রামপাল জপে যারা পেছাতে চাও দেশটা
বুঝি সব তলে তলে ভাগ পাবার চেষ্টা।
সুন্দরবন ঘুরে এলাম বাঘ মামা বেশ আছে
হরিণটাও কাছে এলো বানরটা ছিল গাছে
শেয়ালের এক দাবী বিদ্যুতের ভাগ চাই
বাকীসব একজোট দাবীদাওয়া একটাই।
বিদ্যুতের আলোতে সাঁজিয়ে দেব বনটা
আলোর ঝলকানিতে ভরে যাবে মনটা
পশুপাখী গাছপালা বিদ্যুৎ চাইই চাই
কতোকাল আঁধারে ডুবে থাকি বল ভাই।
তবু যারা লংমার্চ আন্দোলনের হুমকি
আদার সোহাগে টেনে দেব তবে চুম কি?
উন্নয়নে বাঁধা এলে সইবেনা সরকার
শুভকাজে দু'চারটা নরবলী দরকার।
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বুঝি সব তলে তলে ভাগ পাবার চেষ্টা। ধন্যবাদ অনেক ভালো লাগলো
বিদ্যুৎ না পেলে হারিকেনে দিন চালাই
দেশের মানুষ সবাই কয়।
যাবে অন্যের ভোগে
স্বাধীনতার সময় যারা দিয়েছিল সঙ্গ
কাব ঝাব করলে হবে দোস্তিটা ভঙ্গ
সীমানায় চলবে গুলি হারাবে সব অঙ্গ
চা চাইবি সব দেব পয়সা নেবনা।
মন্তব্য করতে লগইন করুন