- রামপাল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ জুলাই, ২০১৬, ০৬:০৬:২৯ সন্ধ্যা



বনে যাদের বসবাস তারা কিছু বলেনা

উন্নতির জোয়ারে কারো কারো চলেনা।

রামপাল জপে যারা পেছাতে চাও দেশটা

বুঝি সব তলে তলে ভাগ পাবার চেষ্টা।

সুন্দরবন ঘুরে এলাম বাঘ মামা বেশ আছে

হরিণটাও কাছে এলো বানরটা ছিল গাছে

শেয়ালের এক দাবী বিদ্যুতের ভাগ চাই

বাকীসব একজোট দাবীদাওয়া একটাই।


বিদ্যুতের আলোতে সাঁজিয়ে দেব বনটা

আলোর ঝলকানিতে ভরে যাবে মনটা

পশুপাখী গাছপালা বিদ্যুৎ চাইই চাই

কতোকাল আঁধারে ডুবে থাকি বল ভাই।

তবু যারা লংমার্চ আন্দোলনের হুমকি

আদার সোহাগে টেনে দেব তবে চুম কি?

উন্নয়নে বাঁধা এলে সইবেনা সরকার

শুভকাজে দু'চারটা নরবলী দরকার।


বিষয়: বিবিধ

১০৯৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375550
৩০ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:১৬
কুয়েত থেকে লিখেছেন : রামপাল জপে যারা পেছাতে চাও দেশটা
বুঝি সব তলে তলে ভাগ পাবার চেষ্টা। ধন্যবাদ অনেক ভালো লাগলো
৩০ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:২৭
311373
বাকপ্রবাস লিখেছেন : আমি ভাই গোবেচারা ওসবে আমি নাই
বিদ্যুৎ না পেলে হারিকেনে দিন চালাই
375554
৩০ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:৪২
নাবিক লিখেছেন :
৩০ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:৫৬
311374
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন খুব করে
375562
৩০ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৪৪
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ধ্বংস করে , সৃষ্টি নয়।
দেশের মানুষ সবাই কয়।
৩১ জুলাই ২০১৬ রাত ০২:১৩
311396
বাকপ্রবাস লিখেছেন : সৃষ্টি করেই লাভ কি
যাবে অন্যের ভোগে
375572
৩০ জুলাই ২০১৬ রাত ০৮:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রামের দেশে কারো কথা বলার অধিকার নাই!!
৩১ জুলাই ২০১৬ রাত ০২:১৩
311398
বাকপ্রবাস লিখেছেন : হুম শুধু দেখে দেখে মারহাবা বলা ছাড়া
375607
৩১ জুলাই ২০১৬ সকাল ০৯:৫৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : রামরাজ্যে রামপাল হবে না তো কী হবে?
৩১ জুলাই ২০১৬ সকাল ১১:০৪
311437
বাকপ্রবাস লিখেছেন : রামদের কামলীলাভূমি হয়ে গেল দেশটা
375633
৩১ জুলাই ২০১৬ দুপুর ০২:৪৫
হতভাগা লিখেছেন : রাম পালের বিদ্যুত যাবে পশ্চিম বঙ্গ

স্বাধীনতার সময় যারা দিয়েছিল সঙ্গ

কাব ঝাব করলে হবে দোস্তিটা ভঙ্গ

সীমানায় চলবে গুলি হারাবে সব অঙ্গ
৩১ জুলাই ২০১৬ দুপুর ০২:৪৬
311451
বাকপ্রবাস লিখেছেন : মন দেব বন দেব দেহ দেবনা
চা চাইবি সব দেব পয়সা নেবনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File