সকালের নাস্তায়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ জুলাই, ২০১৬, ১১:২৫:৫৩ সকাল
চনা সিদ্ধ করার সময় আলু একসাথে সিদ্ধ করে নিন, চনার সাথে আলু দিলে ভালো টেস্ট হয়। মসলা দিন মাংস রান্নায় যা যা লাগে সব। তেজপাতা এলাচ হতে পাঁচফোড়ন। স্বাদ এবং ঘ্রাণ দুইই ভালো হবে। তারপর সালাদ আর মুড়ি দিয়ে খেতে থাকুন। তার সাথে চনাচুর মিক্স করলেও মন্দ হয়না।
বিষয়: বিবিধ
১৫২০ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অবশ্য প্রথম দু'একদিন তেমন টেষ্ট পাওয়া যাবে না। এতে সময় ও অর্থ যেমন বাঁচবে, শরীর স্বাস্থও ভালো থাকবে।
ক্ষতিকর মসলা ও তৈল ও চর্বি থেকে দূরে থাকুন, সব রকমের স্ট্রক থেকে বাঁচুন।
তাই চনা মুড়ি দিয়েই নাস্তা সারা
মন্তব্য করতে লগইন করুন