- বরফগলা পণ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ জুলাই, ২০১৬, ০৩:০৯:৩৩ দুপুর
লিংকন করে পণ বিয়েশাদী করবনা
ঝড়তুফান যা'ই আসুক একচুল সরবনা।
মা বলে খোকাবাবু দেখ দেখ ছবিটা
দেখে তোর মনে হবে লিখি যেন কবিতা।
ছোট ভাই, বোন মিলে কতশত আবদার
পুতুলের মতো চাই চোখ-কান ভাবিটার।
দেখেও দেখেনা আড়চোখে তাকিয়ে
লিংকন চলে যায় জোরপায় হাঁকিয়ে।
বাবা এসে ধরে ঘাড়, ব্যাপারটা বল শুনি
ঝেড়েকেশে দাও দেখি আছে নাকি টুনটুনি।
লিংকন চুপচাপ কিছু তবু বলেনা
ডিজিটাল যুগে এসে লাজ পেলে চলেনা।
বুয়া এসে কিড়বিড় কি সব বলে যায়
লিংকন হাসে তবু করবেনা বিয়েটাই।
হাল ছেড়ে ঝেড়ে মুছে সকলের শুকায় ঘাম
লিংকনের মনে হলো বিয়ে করা ফরজ কাম।
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুতুলের মতো চাই চোখ-কান ভাবিটার ভালো লাগলো অনেক ধন্যবাদ
মনে হয় কিছু লাইন বাদ পড়ে গেছে
মন্তব্য করতে লগইন করুন