তোমাতেই বিলীন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জুলাই, ২০১৬, ০৭:২১:৩০ সন্ধ্যা

বিনে পয়সায় নিয়ে যাও দাদা

আনাচে কানাচে যা খুঁজে পান

জান দিয়ে দেবো তবু কানাকড়ি কিছু

পাবেনা পাকিস্তান।

ট্রানজিট নাও দাদা চাইনি হিস্যা পানির

দু'চার চড়ে যায়না সম্মান মানির।

সীমান্তে কাঁটাতার তবু বন্ধুত্বের হয়না অবসান

জানপ্রাণ সবই তোমার, পাবেনা পাকিস্তান।

বাজার তোমার দাদা, আকাশ সংস্কৃতি

নাওয়া খাওয়া ছেড়ে তোমার সিরিয়াল প্রীতি।

বিডিআর বিদ্রোহে জানি নাইতো তোমার অবদান

কার এমন সাহস আছে নেবে তোমার নাম

সেই শালা পাকিস্তান।

জঙ্গি বেড়েছে দাদা ফোটায় ঠুসঠাস

কেউ ভাবে তোমার কাজ, কেউ বলে পাকিস্তানি নির্যাস।

তুমি আছো তায় ভরসা, সব ধাড়ি শয়তান

তোমাকেই দেব সম্ভ্রম, পাবেনা পাকিস্তান।

বিষয়: বিবিধ

৯০৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374255
০৯ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৫১
হতভাগা লিখেছেন : ভারত বাংলাদেশকে দখল করবে না , দখল করবে তার বাজার । নিয়ন্ত্রনে নেবে প্রশাসন ।

অলরেডি সেটা নিয়েও ফেলেছে । সবচেয়ে বড় মাথা ব্যাথার কারণ হবে যখন প্রশাসনের বিভিন্ন বড় বড় পদে অভিজ্ঞতা ও দক্ষতার অজুহাতে পরীক্ষামূলকভাবে ভারতীয় সিভিল সার্ভিসের লোকদের নিয়োগ করা হবে ।
০৯ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৫৭
310497
বাকপ্রবাস লিখেছেন : তবুও আওয়ামিলীগ তাদের সাফাই গাইবে, এমন একটা অদ্ভুত শুয়োর তারা
০৯ জুলাই ২০১৬ রাত ০৮:৩৩
310500
হতভাগা লিখেছেন : ৪ ভারতীয় গোয়েন্দা নাকি চলে এসেছে
374265
০৯ জুলাই ২০১৬ রাত ১১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দাদারা অর্ধেক ডিম ও দেয়না আমরা কিন্তু মুরগী ও দিয়া দিছি!!!
১০ জুলাই ২০১৬ দুপুর ১২:১৭
310533
বাকপ্রবাস লিখেছেন : আমরা বাঙ্গাল তায়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File