- মায়া মায়া মায়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ জুন, ২০১৬, ০১:১৭:০১ রাত
মায়ার জন্য গর্ব হয়
ছেলের জন্য আরো
এমন যোগ্য মেয়ের জামায়
আছে নাকি কারো।
নেতা তিনি মন্ত্রি তিনি
ছেলের ইয়াবা কারখান
সাত খুুনের মামলা কাঁধে
জামায় বাবুর দাঁড়টানা।
গর্বে মোদের বুক ফেটে যায়
আনন্দের নাই শেষ
এইতো আমার সোনার বাংলা
আজব বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৯৭৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন