- বাবুল কেন আবুল হল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ জুন, ২০১৬, ০৬:২০:৫৮ সকাল



বাবুল যখন বাবুল ছিল

কাঁপতো ভয়ে সক্কলে

বাবুল এখন আবুল হল

কাঁপন নিজের ধক্কলে।

চোরচাট্টা জঙ্গি নিধন

এসবে তার হাতছিল

কে জানতো তার কপালে

এমন আধাঁর রাত ছিল।


স্ত্রী হত্যার দায়টা এখন

নিজের কাঁধেয় ঝুলছে বেশ

আমজনতা দেখছে খেলা

আজব সুন্দর পরিবেশ।

বিষয়: বিবিধ

১০৩৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373359
২৮ জুন ২০১৬ সকাল ০৭:৫৯
হতভাগা লিখেছেন : পুলিশ বাহিনীর অনেকেই চাচ্ছেন না যে উনি আবার চাকুরিতে ফিরে আসুন ।

http://epaper.prothom-alo.com/view/dhaka/2016-06-28/1

বাবুল থাকতেছে এখন তার শশুর বাড়িতে যদিও তার উপরই এখন স্ত্রী হত্যার সন্দেহের তীর

http://www.amardeshonline.com/pages/details/2016/06/28/342097#.V3HZeNJ96M8

আর এদিকে বস্টকার কি বলে দেখেন

http://www.amardeshonline.com/pages/details/2016/06/28/342105#.V3HZ9dJ96M8
২৮ জুন ২০১৬ সকাল ১১:২৫
309929
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ তথ্যসমৃদ্ধ লিংক সমেত কমেন্ট এর জন্য, অন্যদের সুবিধা হবে যদি বিষয়টা জানতে চান, সরকার এটাকে ডাল খিচুড়ি পাকাচ্ছেন, নতুন কোন ঘটনা আসলে এটা নাই হয়ে যাবে।
373387
২৮ জুন ২০১৬ দুপুর ০২:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবাই এখন আবুল
দেশটা হবে কাবুল!!!
২৮ জুন ২০১৬ দুপুর ০৩:৫৯
309952
বাকপ্রবাস লিখেছেন : আবুল তাবুল বাবুল
দেশ ভরেছে বুলবুল
373396
২৮ জুন ২০১৬ দুপুর ০২:৫৬
কুয়েত থেকে লিখেছেন : বাবুল কেন আবুল হল.? না না বাবুলকে আবুল বানানো হচ্ছে ডিজিটেল পদ্ধতিতে ধন্যবাদ
২৮ জুন ২০১৬ দুপুর ০৩:৫৯
309953
বাকপ্রবাস লিখেছেন : এই সরকার সব পারে
১৫ আগস্ট ২০১৬ দুপুর ০২:১৫
312017
কুয়েত থেকে লিখেছেন : হা তাইতো হচ্ছে ধন্যবাদ
373420
২৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫১
নাবিক লিখেছেন : বাবুলরে নিয়া যেসব কাহিনী হইতাসে, তা দেইখ্যা আমি নিজেই আবুল হয়া যাইতাসি। Whew!
373455
২৯ জুন ২০১৬ রাত ০১:০৪
ক্রুসেড বিজেতা লিখেছেন : কোন এক সময় বলিবে বাবুল,,,,
যে মোরে পরিণত করিয়াছে জিন্দালাশে,
আজই মাতিবো আমি তাঁহার সৃষ্টি ধ্বংসের উল্লাসে;
চকিত চমকে কেঁপে উঠবে সে-
স্ব- চক্ষে দর্শে আপন সর্বনাশে ।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File