- বাবুল কেন আবুল হল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ জুন, ২০১৬, ০৬:২০:৫৮ সকাল
বাবুল যখন বাবুল ছিল
কাঁপতো ভয়ে সক্কলে
বাবুল এখন আবুল হল
কাঁপন নিজের ধক্কলে।
চোরচাট্টা জঙ্গি নিধন
এসবে তার হাতছিল
কে জানতো তার কপালে
এমন আধাঁর রাত ছিল।
স্ত্রী হত্যার দায়টা এখন
নিজের কাঁধেয় ঝুলছে বেশ
আমজনতা দেখছে খেলা
আজব সুন্দর পরিবেশ।
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://epaper.prothom-alo.com/view/dhaka/2016-06-28/1
বাবুল থাকতেছে এখন তার শশুর বাড়িতে যদিও তার উপরই এখন স্ত্রী হত্যার সন্দেহের তীর
http://www.amardeshonline.com/pages/details/2016/06/28/342097#.V3HZeNJ96M8
আর এদিকে বস্টকার কি বলে দেখেন
http://www.amardeshonline.com/pages/details/2016/06/28/342105#.V3HZ9dJ96M8
দেশটা হবে কাবুল!!!
দেশ ভরেছে বুলবুল
যে মোরে পরিণত করিয়াছে জিন্দালাশে,
আজই মাতিবো আমি তাঁহার সৃষ্টি ধ্বংসের উল্লাসে;
চকিত চমকে কেঁপে উঠবে সে-
স্ব- চক্ষে দর্শে আপন সর্বনাশে ।।
মন্তব্য করতে লগইন করুন