- চেতনার অবক্ষয়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জুন, ২০১৬, ১১:৩৩:৪৯ রাত
খোকাখুকি খেলতে গিয়ে
ঝগড়া লেগে থাকে
কান্না করে দৌঁড়ে এসে
জড়িয়ে ধরে মাকে।
রাজনীতিতে ঠিক তেমনি
বুড়ো-বুড়ির দল
কেউ কেঁদে যায় দিল্লী আবার
কেউ পায়না তল।
কেউ ভাবেনা যাচ্ছে ক্ষয়ে
পায়ের তলার মাটি
সুযোগ পেলে দেশ বেঁচে দেয়
নীতি এমন খাঁটি।
আমরা তবু নির্ভাবনায়
কাটিয়ে দিচ্ছি দিন
কেউ দেখছিনা দিচ্ছে উঁকি
সিকিম, ফিলিস্তিন।
বিষয়: বিবিধ
৮২৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন