- টুম্পার ভাবনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জুন, ২০১৬, ০১:৫৭:৩৭ দুপুর
লিখতে হবে অনেক অনেক
পড়তে হবে আরো
লেখাপড়া করতে হবে
যে যতোটা পারো।
হতে হবে অনেক বড়
বৃক্ষ যেমন বট
টুম্পা ভাবে কেমন করে
নট পসিবল, নট।
পড়তে বসলে ঘুমযে আসে
লিখতে গেলে তাও
কেউ বলেনা পড়া ফেলে
যাও, খেলতে যাও।
তবেকি সে আর হবেনা
বৃক্ষের মতো আর
টুম্পার মনে সে কথাটাই
হচ্ছে তোলপাড়।
বিষয়: বিবিধ
৯৪০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টুম্পামণির স্বপ্নগুলো বাস্তবে রূপায়িত হোক।
অন্নেক দোয়া রইলো। টুম্পামণির জন্য।
এটা টুম্পাকে বুঝাতে হবে ভাইয়া তাহলেই আর পড়তে আর কষ্ট লাগবেনা ঘুম ও আসবে না ।দেখতে দেখতে হয়ে যাবে বটবৃক্ষের মত বড় ।
দোয়া পেলে ঘুম নাই
মন্তব্য করতে লগইন করুন