- টুম্পার ভাবনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জুন, ২০১৬, ০১:৫৭:৩৭ দুপুর

লিখতে হবে অনেক অনেক

পড়তে হবে আরো

লেখাপড়া করতে হবে

যে যতোটা পারো।



হতে হবে অনেক বড়

বৃক্ষ যেমন বট

টুম্পা ভাবে কেমন করে

নট পসিবল, নট।


পড়তে বসলে ঘুমযে আসে

লিখতে গেলে তাও

কেউ বলেনা পড়া ফেলে

যাও, খেলতে যাও।

তবেকি সে আর হবেনা

বৃক্ষের মতো আর

টুম্পার মনে সে কথাটাই

হচ্ছে তোলপাড়।

বিষয়: বিবিধ

৯৪০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372586
২০ জুন ২০১৬ দুপুর ০৩:৩৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

টুম্পামণির স্বপ্নগুলো বাস্তবে রূপায়িত হোক।

অন্নেক দোয়া রইলো। টুম্পামণির জন্য।
২০ জুন ২০১৬ বিকাল ০৪:০৫
309342
বাকপ্রবাস লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রতিও রইলো ভালো এবং সুস্থ থাকার প্রার্থনা।
372604
২০ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:১৮
আফরা লিখেছেন : ঘুম আসবেনা তো কি হবে !! পড়ার মত কঠিন কাজ দুনিয়াতে আর নেই তবে কষ্ট করে পড়লে যখন ভাল রেজাল্ড আসবে তখন যে ভাল ও আনন্দ লাগে। এই ভাল লাগা আর আনন্দ ও দুনিয়াতে আর ২য়টা নেই । টুম্পার কোন টেনশন ও করতে হবে দেখতে দেখতেই

এটা টুম্পাকে বুঝাতে হবে ভাইয়া তাহলেই আর পড়তে আর কষ্ট লাগবেনা ঘুম ও আসবে না ।দেখতে দেখতে হয়ে যাবে বটবৃক্ষের মত বড় ।
২০ জুন ২০১৬ রাত ০৯:২৪
309356
বাকপ্রবাস লিখেছেন : দোয়া দোয়া দোয়া চাই
দোয়া পেলে ঘুম নাইAngel
372611
২০ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:২৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ জুন ২০১৬ রাত ০৯:২৬
309358
বাকপ্রবাস লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম, ধন্যবাদ জানবেন আপু
372641
২০ জুন ২০১৬ রাত ১০:৫৫
দ্য স্লেভ লিখেছেন : হুমম দারুন সব লেখেন আপনি Happy
২০ জুন ২০১৬ রাত ১১:০৪
309383
বাকপ্রবাস লিখেছেন : হুম আপনি হলেন লিখালিখির জাহাজ আমি নৌকার বৈঠামাত্রHappy Happy
372656
২১ জুন ২০১৬ রাত ১২:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সমস্যা নাই! জিপিএ-৫ দিন!
২১ জুন ২০১৬ সকাল ১১:২৬
309427
বাকপ্রবাস লিখেছেন : সেইটাই ভরসা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File