- প্রবাস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ জুন, ২০১৬, ০৩:৫০:৫২ দুপুর
চাকরীটা ছেড়ে দিয়ে চলে যাবো দেশে
কতোবার ভেবে ভেবে ফানুস ওড়ায় হেসে।
এইবার ঠিকঠিক ছেড়ে দেবো ভাবি
যদি পাই আলাদিনের সেই যাদু চাবি।
চমকটা দেবো যখন ঢুকে যাবো ঘরে
আদরের কন্যারা রবে হা করে।
বিস্ময় ভরা চোখে ঠোটে রেখে হাসি
থেকে থেকে বউ এসে দিয়ে যাবে কাশি।
দু'দিন বাদে যখন জমাকড়ি শেষে
আলাদিনের চেরাগে আসেনা কেউ ভেসে।
না না, থাক থাক সাতপাঁচ ভেবে
বিদেশেই পড়ে থাকি মনটাকে দেবে।
বিষয়: বিবিধ
৮৭৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রংপুর
লাষ্ট কবে গেছেন বাড়িতে?
দুই বছর হলো
কবে যাবেন?
জানিনা
তখন ভাবি, দেশে থেকেও তারা বিদেশে।
নাকি হাসুবু হুলিয়া দিয়ে রেখেছে
মন্তব্য করতে লগইন করুন