- কাকাবাবু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ জুন, ২০১৬, ০২:১৭:০১ দুপুর
ঘটনা ঘটে যায় রটনায় রটে
গুজবে কান দিয়ে যেওনাতো চটে।
হাটে হাড়ি ভাঙ্গে যদি দেখে নিও তবে
ঘটনার আড়ালে রটনায় হবে।
কাকাবাবু ভয়ে মরে যদি আছে ঝুলে
ভিটাবাড়ি ছাড়া হলে যাবে কোন কুলে!
ওপারে দেখা যায় মোদিবাবুর ঘর
ভরসার কুড়েঘর যদি ওঠে ঝড়।
দুই'পা দুই বাড়ি কাকাবাবু হাঁটে
তরীখানা বাঁধা আছে নদীরও ঘাটে।
ঘটনা রটনায় দেখে নিও তবে
দুই তীরে দুই বাড়ী কাকাবাবুর হবে।
বিষয়: বিবিধ
৯০৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোর ডাটে যদি আরও গুঁড় পাওয়া যায়
এলাম যখন নিয়ে যাবো পুরো বাংলাদেশ
মন্তব্য করতে লগইন করুন