- আসল নকল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জুন, ২০১৬, ০৪:০৯:১৭ বিকাল
নখটা তোমার নকল
নকল চোখের পাপড়ি
নকল চুলে রঙ্গের বাহার
কতো কান্ড বাপরি!
হাসি তোমার নকল
নকল ভাবভঙ্গি
ম্যাকআপের নকল ফেইস
লাগছে কেমন ঢংগি।
নকল তোমার সবই
আসল পরছে ঢাকা
হাওয়ায় মিঠায় পুরলে মুখে
হয়ে যাচ্ছে ফাঁকা।
নকল নকল খেলায়
আসল গেছে মরে
দেখলে আসল অবাক কান্ড
বলছো নকল, ধরে।
বিষয়: বিবিধ
৮৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন