- এই পৃথিবী নয় সবার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জুন, ২০১৬, ০২:০৩:৫২ দুপুর
একটা শিশু স্কুলে যায়
একটা ঘুমায় ফুটপাথে
একটা শিশু চায়না খেতে
আরেকটা খিদেয় খুব কাঁদে।
একটা শিশুর নাইতো কিছু
একটা শিশুর সব আছে
একটা শিশু মলিন চোখে
আরেকটাযে খুব নাচে।
একটাই মন আমার শরীর
দুই শিশুরই দেখি রূপ
একটা দেখে পুলকিত
আরেকটাতে থাকি চুপ।
বিষয়: বিবিধ
৯২৯ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন