- মোহ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ মে, ২০১৬, ০৪:৩৪:০৯ বিকাল
সিগারেটে অভ্যাস নেই আমার
শুধু গন্ধটা বাজে লাগে তা নয়
যখন পয়সা ছিলনা কিনে খাবার
তখনো সিগারেট মানে জীবন ক্ষয়।
একবার দিয়েছিলাম টান কৌতুহলে
অর্ধেকে বুঝলাম লাগছেনা ভালো
সম্পর্কটা ডুবে গেল সেই নোনাজলে
জোনাকিরা নিভেজ্বলে আঁধারে আলো।
বিষয়: বিবিধ
৭৫১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন