- অকাল কুষ্মান্ড

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ মে, ২০১৬, ১২:১৪:১৯ দুপুর

খেতে আমার ভালো লাগেনা

পড়তে মন চায়

পড়া বলতে আর কিছু নয়

তোমার চিঠিটায়।

খুব ভালো নয় হাতের লেখা

এবং চিঠির ভাষা

নাইতো কিছু সাড়া জাগার

নাইতো কোন আশা।

তবুও আমার ভালো লাগে

ফুলের কাটাটায়

খুশবো নাহোক কষ্ট মধুর

ঘুরে মাথাটায়।

বছর শেষে রেজাল্ট আসে

যেন তাপদাহ

যা হবার তাই হয়েছে

তোমার বিবাহ।

বিষয়: বিবিধ

১০৪৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370482
৩০ মে ২০১৬ সন্ধ্যা ০৬:৫৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুন্দর বয়ান।ধন্যবাদ..
370491
৩০ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আরেকটা যোগাড় করলেই পারে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File