- সুখ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ মে, ২০১৬, ০৭:০৫:০১ সন্ধ্যা
পাহাড়ের চূড়ায় ওঠে দেখি আমি নদী
আরো বড় ভালো হতো তুমি পাশে যদি।
এই দেখো ওড়ে যায় সাদা সাদা মেঘ
পাশ ফিরে চেয়ে দেখি শূন্যেরই আবেগ।
হাওয়া এসে চুপিচুপি বলে আর হাসে
সেও নাকি রাত জাগা ভীষণ ভালোবাসে।
আকাশের তারা দেখি মনেমনে ভাবি
একই তারা দুজনেরই যেখানেই থাকি।
একই আকাশ শুখতারা মিটিমিটি জ্বলে
দু'জনেই চেয়ে থাকি সুখ আসবে বলে।
বিষয়: বিবিধ
৮১২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন