- সংসার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ মে, ২০১৬, ০৩:২৩:২০ দুপুর
বিয়ের আগে প্রেম নাকি প্রেমের আগে বিয়ে
সাতপাঁচ ভেবে মরি সংসার কি দিয়ে!
দু'দোটো কন্যা আমার, আছে কন্যার মা
রোজ রাতে হ্যালো শেষে, সংসার করবেনা?
প্রবাস জীবন আমার থাকে ওরা দেশে
এইতো ক'টা মাস বলি হেসে হেসে।
দিন যায় মাস যায় বছরও কী থাকে
কতো বছর গতো হলো, সংসার বলে কাকে?
বিষয়: বিবিধ
৭৭০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন