- চা এবং কাকাবাবু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ মে, ২০১৬, ০৬:৫৩:৪৩ সন্ধ্যা
চা পেলে কিছু আর
কাকা বাবুর লাগেনা
বাজারে যেতে হবে
তা মনে থাকেনা।
সকালে চা ছাড়া
শুরু হলে দিনটা
সারাদিন ঘুরে মাথা
করে চিনচিন টা।
চা দিয়ে শুরু কাজ
শেষ হলে চা চাই
কাকিমা তেড়ে কাশে
চুলাটা যে খালি নাই।
ঘোরে মাথা ভনভন
বুলায় চোখ পেপারে
মেজাজটা বিগড়ে
হয়ে আছে খেপারে।
বুয়া এসে বলে যায়
চিনি আছে দুধ নাই
অসময়ে চা চাইলে
কপালে ভাত নাই।
কাকাবাবু হনহন
পায়ে দিয়ে চটিটা
কোথায়যে গেছে আজ
বোঝা দায় মতি টা।
রাতে ফিরে আসে যখন
হাড়িমুখ করে ভার
কাকিমার জানা আছে
চা চাই, কি আর!
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চা চাই চা খাই চা ছাড়া যেন ঠিক মরনটা
মন্তব্য করতে লগইন করুন