- চা এবং কাকাবাবু

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ মে, ২০১৬, ০৬:৫৩:৪৩ সন্ধ্যা



চা পেলে কিছু আর

কাকা বাবুর লাগেনা

বাজারে যেতে হবে

তা মনে থাকেনা।

সকালে চা ছাড়া

শুরু হলে দিনটা

সারাদিন ঘুরে মাথা

করে চিনচিন টা।

চা দিয়ে শুরু কাজ

শেষ হলে চা চাই

কাকিমা তেড়ে কাশে

চুলাটা যে খালি নাই।

ঘোরে মাথা ভনভন

বুলায় চোখ পেপারে

মেজাজটা বিগড়ে

হয়ে আছে খেপারে।

বুয়া এসে বলে যায়

চিনি আছে দুধ নাই

অসময়ে চা চাইলে

কপালে ভাত নাই।

কাকাবাবু হনহন

পায়ে দিয়ে চটিটা

কোথায়যে গেছে আজ

বোঝা দায় মতি টা।

রাতে ফিরে আসে যখন

হাড়িমুখ করে ভার

কাকিমার জানা আছে

চা চাই, কি আর!

বিষয়: বিবিধ

১০০২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370101
২৫ মে ২০১৬ রাত ০৯:৫৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up
২৫ মে ২০১৬ রাত ১০:১৭
307161
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck ধন্যবাদ জানবেন খুব করে
370109
২৫ মে ২০১৬ রাত ১০:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চা ছাড়া আমারও একদিন চলে না। অসুস্থ হয়ে এখন অর চাই খেতে পারিনা!!
২৬ মে ২০১৬ রাত ০২:৩৮
307163
বাকপ্রবাস লিখেছেন : চা ছাড়া ছেড়াবেড়া যেন এই জীবনটা
চা চাই চা খাই চা ছাড়া যেন ঠিক মরনটা
370121
২৫ মে ২০১৬ রাত ১১:২৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২৬ মে ২০১৬ রাত ০২:৩৮
307164
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File