------ দ্বন্দ ------
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ মে, ২০১৬, ০৯:৫৩:০৯ রাত
তোমার কাছে 'না' আছে
আমার আছে 'হা'
আমি যখন 'হা' বলছি
তুমি বলছ 'না'।
'না' বোঝেনা 'হা' এর কথা
'হা' বোঝেনা না'র
কেউ বোঝেনা কারো কথা
কেই বোঝেনা আর।
দু'জন গেল দু'পথ ধরে
ঘুরতে ঘুরতে দেখা
পৃথিবীটা গোলক ধাঁধা
বুঝতে বুঝতে শেখা।
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
Click this link
আর আমি সুযোগ পেলে ছড়াগুলো কাটাকাটি করে ইফতারের জন্য পরিবেশন করবো
মন্তব্য করতে লগইন করুন