- যাওয়া আসা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ মে, ২০১৬, ১২:১২:২৩ দুপুর
এই বাড়িটা কাঠের
চৌদেয়ালে ঘেরা
মন বসেনা পাঠের
অংক কাটাছেরা।
এই বাড়িটার পাশে
আমার যাওয়া আসা
কে যেন হাসে
শুনি ভাসাভাসা।
সেই হাসিটার ফাঁদে
জড়িয়ে গেছি আর
কেনই বা সে হাসে
সেই হাসিটা কার।
বিষয়: বিবিধ
৯৩৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন