- গন্ডামারা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ মে, ২০১৬, ১২:১২:৪৭ দুপুর
গুলির শব্দে কেঁপে উঠে গন্ডামারা
প্রতিবাদীরা আগেই মরেছে
জোয়ান বৃদ্ধ বেঁচেছিল যারা
গ্রেফতার আতংকে অন্য গ্রাম ধরেছে।
মাটি আকড়ে ছিল যারা শিশু কিশোর আর
মা বোনদের দল
নির্বাক চোখে চেয়ে দেখে ঘর দোর আর
নিরবে ফেলেছে জল।
মায়া লাগে খুব বাপদাদার ভিটায়
বেড়ে ওঠা শৈশব জীবন জিবিকার
সকালের পান্তা মরিচ জুগিয়েছে ক্ষিধায়
কেউ আজ পাশে নেই নিরব নির্বিকার।
পরিবেশবাদীরা চুপষে গেছে অজানা অভিমানে
সাংবাদিকের ক্যামেরায় দেশদ্রোহের ছবি
গন্ডামারায় আজ বিশেষ অভিযানে
ঝাঁকে ঝাঁকে জাটকা জালে ডুবে গেলে রবি।
গন্ডামারা বিদ্যুৎ দেবে খাটি
আনন্দের তায় নাই আর শেষ
বিদায় গন্ডামারা ঘরদোর ভিটামাটি
হাভাতিদের থাকতে নেই দেশ।
বিষয়: বিবিধ
৭৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন